নাটোরের বাগাতিপাড়ায় বাড়ির পাশের পুকুরে পড়ে ইসরাত (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার সকালে উপজেলার পাঁকা ইউনিয়নের গাওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশু ইসরাত ওই এলাকার আসাদুল ও সুমাইয়া খাতুন দম্পত্তির মেয়ে।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শিশু ইসরাত সকালে বাড়ির পাশেই খেলছিল। কখন বাড়ির পাশের পুকুরে ডুবে যায় কেউ জানেনা। পার্শ্ববর্তী রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় এক পথচারী পুকুরের পানিতে ওই শিশুর মৃতদেহ ভাসতে দেখে চিৎকার দেয়।
পরিবারের লোকজন ছুটে গিয়ে শিশুটিকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাগাতিপাড়া মডেল থানার ওসি নান্নু খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এফআর/অননিউজ