মোল্লাহাটে পুষ্টি উন্নয়নে অংশগ্রহণ মূলক সমন্বিত প্রকল্প ক্রেইন এর আওতায় রূপান্তর সংস্থার আয়োজনে আজ সোমবার ২দিন ব্যাপী পুষ্টি বিষয়ক শিক্ষক ও এসএমসি প্রশিক্ষন শুরু হয়েছে। মোল্লাহাট উপজেলা রিসোর্স সেন্টারে এ প্রশিক্ষন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন। সভাপতিত্ব করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোসাঃ কামরুন্নেসা।
প্রশিক্ষণে সহায়কের দায়িত্ব পালন করেন রূপান্তরের ক্রেইন প্রকল্পের এস বি সিসি স্পেশালিষ্ট ইলিয়াস হোসেন। আরও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি, সদস্যবৃন্দ, জেজেএস উপজেলা কো-অর্ডিনেটর নব কুমার সাহা ও রূপান্তরের উপজেলা ওয়াশ এন্ড সি এস ও মোবিলাইজার মোঃ আব্দুল করিম।
প্রধান অতিথি আলোচনায় বলেন স্কুল পর্যায়ে ওয়াশ ও পুষ্টি উন্নয়নে এই ধরনের প্রশিক্ষণ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই প্রশিক্ষন আয়োজন করার জন্য রূপান্তর ও ক্রেইন প্রকল্পকে তিনি ধন্যবাদ জানান।
আয়েশা আক্তার/অননিউজ24
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com