বাগেরহাটের মোল্লাহাটে ১৫টি অতিথি পাখি উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে।
আজ শুক্রবার বিকালে গ্রাম পুলিশের মাধ্যমে খবর পেয়ে মোল্লাহাট থানা পুলিশ পাখিগুলি উদ্ধার করে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ওয়াহিদ হোসেন এঁর কাছে নিয়ে আসলে তিনি এবং থানা অফিসার ইনচার্জ সোমেন দাশ উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন প্রজাতির ১৫ টি অতিথি পাখি অবমুক্ত করেন।
নির্বাহী অফিসার স্থানীয় সাংবাদিকদের জানান উপজেলাধীন চাঁদেরহাট বাজার থেকে গোপন সংবাদের ভিত্তিতে অতিথি পাখিগুলি উদ্ধার করা হয়েছে কিন্তু পাখি বিক্রেতা পুলিশের উপস্থিতি টেরপেয়ে পালিয়ে যায়। তিনি আরও বলেন অতিথি পাখি শিকার দন্ডনীয় অপরাধ। শীতের শুরুতে পাখি গুলি আমাদের দেশে আশ্রয়ের জন্য আসে কিন্তু কিছু অসাধু পাখি ব্যবসায়ী ও শিকারী রাতের অন্ধকারে ফাঁদ পেতে ও সাউন্ড বক্সে অবিকল পাখির ডাক/কন্ঠ সংকেত বাজিয়ে পাখি শিকার করে। এসকল পাখি শিকারী ও ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। ইতোমধ্যে কয়েকটি বিল/ ডাঙ্গায় অভিযান চালিয়ে পাখি শিকারের বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়েছে। পাখি শিকারিদের চিহ্নিত করে অচিরেই অভিযান পরিচালনা করা হবে। পাখি ক্রেতা/বিক্রেতা যার কাছেই পাখি পাওয়া যাবে তাকেই আইনের আওতায় এনে দন্ডিত করা হবে। তিনি সকলকে এধরনের অপরাধমূলক কাজ থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com