বাগেরহাটের মোল্লাহাট উপজেলা আওয়ামী লীগ এর আয়োজনে, শনিবার (৪জুন) সকালে, এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ছাত্রদলের ঔদ্ধত্যপূর্ণ স্লোগান এবং বিএনপি-জামায়াতের পদ্মা সেতু সহ দেশ বিরোধী নানা ষড়যন্ত্রের প্রতিবাদে উক্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলা আওয়ামী লীগ কার্যালয় (ঝর্না সুপার মার্কেট) থেকে শুরু করে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মোল্লাহাট বাজারের চৌরঙ্গীতে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্যদেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. ভূইয়া হেমায়েত উদ্দিন। সার্বিক পরিচালনা করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুল আলম ছানা।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মোস্তাফিজুর রহমান বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদ মেহেফুজ রচা, এস এম সাইকুল আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক এস কে হায়দার মামুন, মোঃ জিকরুল আলম মিয়া, সাংগঠনিক সম্পাদক শেখ রেজাউল কবির, নজরুল ইসলাম মিল্টন, হাসান মোল্লা হায়দার, দপ্তর সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, প্রচার সম্পাদক এস এম নাসির উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এল জাকির হোসেন, মনোরঞ্জন পাল, শেখ শহিদুল ইসলাম, শেখ আতিয়ার রহমান, ফকির নজরুল ইসলাম, শেখ রফিকুল ইসলাম, আবুল বাশার মোল্লা, সাধারণ সম্পাদক শামীম চেীধুরী, মাহাত্তাব উদ্দিন, শিকদার মফিজুল ইসলাম, এম এম নওশের আলী, আঃ সবুর মোল্লা, ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মিয়া, মোল্লা মিজানুর রহমান, যুবলীগ সভাপতি মোঃ সেলিম রেজা, সাধারণ সম্পাদক মুন্সি তানজিল হোসেন, যুবলীগ নেতা শেখ লেবিন, ছাত্রলীগ সভাপতি রেজওয়ান চৌধুরী, মহিলা আওয়মী লীগ সম্পাদক রেহানা পারভীন, শ্রমিকলীগ সম্পাদক শেখ সোহাগ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আশিকুল আলম তন্ময়। কে আর কলেজ ছাত্রলীগ সভাপতি সাজ্জাত হোসেন, সদর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সুজন সিকদার সহ উপজেলা আওয়ামী লীগ, বীর মুক্তিযোদ্ধাগন, ইউনিয়ন আওয়ামী লীগ, বিভিন্ন জনপ্রতিনিধি এবং সকল সহযোগি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।