বাগেরহাটের মোল্লাহাটে আজ মঙ্গলবার(২৮ সেপ্টেম্বর)সকালে, উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদ মিলনায়তনে, আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, উপজেলা কৃষি অফিসার অনিমেষ বালা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোসাঃ কামরুন্নেসা, উপজেলা শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম মিজানুর রহমান, নির্বাচন কর্মকর্তা প্রবীর কুমার মল্লিক, সমাজ সেবা অফিসার মোঃ ওসমান হামিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, একাডেমিক সুপার ভাইজার রামপদ বিশ্বাস, সহকারী শিক্ষা অফিসার ললন কুমার, জীবন কৃষ্ণ চৌকিদার ও শর্মিষ্ঠা মন্ডল, মোল্লাহাট প্রেসক্লাবের সভাপতি তাজউদ্দিন আহম্মেদ পিকিং, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহনসহ বিভিন্ন কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ২৪।।