বাগেরহাটের মোল্লাহাটে বৃহস্পতিবার (১৩অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বাস্তবায়নে ও ব্যাপ্টিস্ট এইড (বিবিসিএফ) সহযোগিতায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ ব্যবস্থাপনা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বর্নাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা শাহীনুল আলম ছানা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন।
বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) প্রশান্ত বৈদ্য, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা ও রুবিয়া বেগম, অধ্যক্ষ এল জাকির হোসেন যুব উন্নয়ন কর্মকর্তা এস এম মিজানুর রহমান, পল্লি উন্নয়ন কর্মকর্তা শেখর চন্দ্র পাল, রূপালী ব্যাংকের ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমান, খাদ্য কর্মকর্তা মোঃ জিকরুল আলম, ফায়ার সার্ভিস কর্মকর্ত মোঃ কামরুল ইসলাম, ব্যাপ্টিস্ট এইড এর প্রকল্প ব্যবস্থাপক রিচার্ড স্বপন দাস ও মনিটরিং কর্মকর্ত প্রকাশ দাস, উপ-সহকারী প্রকৌশলী শেখ বোরহান উদ্দিন, ইউপি সদস্য মোঃ কামরুজ্জামান প্রমুখ।