বাগেরহাটের মোল্লাহাটে বৃহস্পতিার (২৪মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে, “বাংলাদেশ স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণ দিবস উদযাপিত হয়েছে। উপজেলা পরিষদ চত্ত¡রে অনুষ্ঠিত উক্ত দিবস উপলক্ষ্যে নানা কর্মসূচি পালিত হয়েছে। সকালে সম্মিলিতভাবে জাতীয় সংগীতের মাধমে দিবসটির শুভ সূচনা করা হয়। পরবর্তিতে মাল্টি মিডিয়ার মাধমে বিভিন্ন উন্নয়নমূলক ভিডিও প্রদর্শন, আলোচনা সভা, রূপান্তরের পটগান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্তানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার(ভূমি) অনিন্দ্য মন্ডল, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা ও রুবিয়া বেগম। অন্যান্যদের মাঝে বক্তব্যদেন ও উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ কর্মকর্তা বিনয় কৃষ্ণ মন্ডল, কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহফুজা খানম, উপজেলা প্রকৌশলী মোঃ শওকত হোসেন, চিকিৎসা কর্মকর্তা ডাঃ রায়হান, অফিসার ইনচার্জ সোমেন দাশ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোসাঃ কামরুন্নেসা, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম মিজানুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা ওসমান হামিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আক্তার, একাডেমিক সুপার ভাইজার রামপদ বিশ্বাস, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মোস্তাফিজুর রহমান বিশ্বাস, অধ্যক্ষ এল জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান এসকে, হায়দার মামুন, মনোরঞ্জন পাল, শিকদার উজির আলী, মোঃ মিজানুর রহমান, শেখ রেজাউল কবির, শেখ রফিকুল ইসলাম, মোঃ মনিরুজ্জামান মিয়া সহ বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও রাজনৈতিক গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন।