বাগেরহাটের মোল্লাহাটে বৃহস্পতিবার (১৪ অক্টোবর)সকালে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার(ভূমি) অনিন্দ্য মন্ডল, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা ও রুবিয়া বেগম। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ বিনয় কৃষ্ণ মন্ডল, কৃষি কর্মকর্তা অনিমেশ বালা, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আব্দুল আওয়াল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ সালমান জামান
থানা অফিসার ইনচার্জ সোমেন দাশ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোসাঃ কামরুন্নেছা, উপজেলা শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম মিজানুর রহমান, পিআইও মোঃ মফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনীয়া আক্তার, ইউপি চেয়ারম্যান শিকদার উজির আলী, এসকে হায়দার মামুন, শেখ রেজাউল কবির, শেখ রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাস, মোল্লাহাট প্রেসক্লাব সভাপতি তাজউদ্দিন আহম্মদ পিকিং, অধ্যক্ষ এল জাকির হোসেন, মোল্লাহাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন। প্রধান শিক্ষক ফরিদ আহম্মদ ও উম্মে হামিমা প্রমুখ। সভায় মাদক নির্মুলসহ উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়।
সাইফুল ইসলাম সুমন,অননিউজ24।।