বাগেরহাটের মোল্লাহাটে শুক্রবার(২৯ এপ্রিল) উপজেলা আওয়ামী লীগ এবং সকল সহযোগী ও অঙ্গ সংগঠনের আয়োজনে, বাগেরহাট এক আসনের জাতীয় সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন এর মা বেগম রিজিয়া নাসের এঁর আত্মার মাগফিরাত কামনার্থে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগ কার্যালয় (ঝর্ণা সুপার মার্কেট) এ অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে শহীদ শেখ আবু নাসের এঁর সহধর্মিণী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী বেগম রিজিয়া নাসের এঁর জন্য এবং জাতির পিতাসহ ১৫ আগষ্টের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা, বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নিরাপত্তা, সুস্থতা ও জাতির সুখ/সম্ৃিদ্ধর জন্য দোয়া করা হয়।
উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুল আলম ছানা’র সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত উক্তানুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ ভূইয়া হেমায়েত উদ্দিন, সহ-সভাপতি এ্যাড. ফরিদ উদ্দিন আহম্মেদ। উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক এবং শেখ হেলাল উদ্দীন এম,পি’র একান্ত সহকারী শিকদার ওয়ালিদ হোসেন ও মোঃ ফিরোজুল ইসলাম, সহ-সভাপতি এম.ডি আল আমিন, শহিদ মেহেফুজ রচা, এস এম ওয়ালীউজ্জামান, এস এম সাইকুল আলম, মনিরুজ্জামান চৌধরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মোস্তাফিজুর রহমান বিশ্বাস, অধ্যক্ষ এল জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা ও রুবিয়া বেগম, যুবলীগ নেতা শেখ লেবিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি রেজওয়ান চৌধুরীসহ উপজেলা আওয়ামী লীগ এবং সকল সহযোগী ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগন, জনপ্রতিনিধি, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক মন্ডলী প্রমুখ।