বাগেরহাটের মোল্লাহাটে শনিবার দিনগত রাতে মনির শেখ (২২) নামের এক যুবককে গলাকেটে হত্যা করেছে দূর্বৃত্তরা। মনির শেখ একজন দিনমজুর, সে উপজেলাধীন ২নং চুনখোলা ইউনিয়নের শাসন গ্রামের মজির শেখের পুত্র।
জানাগেছে, আজ রবিবার (১৯সেপ্টেম্বর)ভোর বেলায় ঘাস কাটতে যাওয়ার পথে একজন বালক রাস্তার উপর লাশ পড়ে থাকতে দেখে প্রতিবেশীদের খবর দেয়। প্রতিবেশীরা এসে শনাক্ত করে, লাশটি শাসন পূর্বপাড়া গ্রামের মনির শেখের। পরে তারা মুঠোফোনে মোল্লাহাট থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যেয়ে মনিরের মরদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য থানায় নিয়ে যায়। ওসি সোমেন দাশ প্রতিবেদককে জানান, শনিবার রাতে ঐ যুবককে শাসন উত্তরপাড়া ফাঁকা যায়গায় নির্মানাধীন একটি বাড়িতে কলাকেটে হত্যাকরে, সেখান থেকে যুবকের মরদেহ এনে রাস্তার উপর ফেলে রেখে গেছে।
ধারনা করা হচ্ছে, পরিকল্পিত ভাবেই তাকে হত্যা করা হয়েছে। লাশ পোস্টমর্টেম এর জন্য বাগেরহাট পাঠানো হয়েছে । তবে কে বা কারা, কি কারণে তাকে হত্যা করেছে তা এখনো জানা যায়নি। আমরা চেষ্টা করছি হত্যার রহস্য উদঘাটনের জন
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।