বাগেরহাটের মোল্লাহাটে মঙ্গলবার(২৮ সেপ্টেম্বর)বিকালে, উপজেলা ছাত্রলীগ এর আয়োজনে, উপজেলা ছাত্রলীগ কার্যালয়ে, নানা আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন শেখ হাসিনার ৭৫তম জন্মদিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেককাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুল আলম ছানা। সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগ সভাপতি রেজওয়ান চৌধুরী।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ও গাওলা ইউপি চেয়ারম্যান শেখ রেজাউল কবির, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি তাজউদ্দিন আহমেদ পিকিং, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মিল্টন, উদয়পুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ এল জাকির হোসেন, সাধারণ সম্পাদক আহসান হাবীব শামীম, উপজেলা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি মোঃ সেলিম রেজা, ইউপি চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এম এম নওশের আলী, সহ- প্রচার সম্পাদক ইউপি সদস্য কেএম রুবেল হাসান, যুবলীগ নেতা রাসেল হাসান ও মোঃ রাহাত মুন্সি, সদর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শফিকুল আলম সুজন, কেএম জুম্মন, মোঃ টিকলু মোল্লা, কেআর কলেজ ছাত্রলীগ সভাপতি সাজ্জাত হোসেন, ফারহান রনি, আকাশ চৌধুরী, আব্দুর রহিম, প্রমুখ।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ২৪।।