বাগেরহাটের মোল্লাহাটে বুধবার (৮জুন) বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এর আয়োজনে, জাতীয় ভিটামিন“এ” প্লাস ক্যাম্পেইন-২০২২ সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। স্বাগত বক্তব্যদেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা(ভাঃপ্রাঃ) ডাঃ মোঃ রায়হান।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ বিভূতি মল্লিক, ডাঃ সৌমিত্র মিত্র, ডাঃ রুহুল আমিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাম কুমার বিশ্বাস, উপ-পুলিশ পরিদর্শক মোঃ মুনজুর মুরাদ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, স্বাস্থ্য পরিদর্শক দেব প্রসাদ পাল, পরিসংখ্যানবিদ আবু তাহের সহ বিভিন্ন ইউনিয়নের স্বাস্থ্য সহকারী বৃন্দ, জনপ্রতিনিধি, গনমাধ্যমকর্মী, এনজিও প্রতিনিধি প্রমুখ।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।