বাগেরহাটের মোল্লাহাটে রবিবার(১৪ আগস্ট) সকালে, জাতীয় শোক দিবস উপলক্ষ্যে, মোল্লাহাট পাবলিক লাইব্রেরীর আয়োজনে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর “অসমাপ্ত আত্মজীবনী” পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উক্তানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন। উপজেলাধীন বিভিন্ন উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ এ পাঠ প্রতিযোগিতায় অংশগ্রহন করে।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মফিজুর রহমান, নির্বাচন অফিসার ইসহাক, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম মিজানুর রহমান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, একাডেমিক সুপার ভাইজার রামপদ বিশ্বাস, প্রধান শিক্ষক মোঃ জামির হোসেন, সহকারী শিক্ষক শিল্পি রানী মন্ডলসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।