বাগেরহাটের মোল্লাহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের এক জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) বিকালে উপজেলার গাওলা ইউনিয়নের চাদেরহাট শ্যামা মন্দিরে এ সভা অনুষ্ঠিত হয়।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও আগামী সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গাওলা ইউনিয়নের মহিলাদের অংশগ্রহণে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন দলের মহিলা দলনেত্রী রেনজিনা আহমেদ প্রিয়ংকা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শিকদার জামাল উদ্দিন, সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক শেখ শাহেদ আলী, সাবেক সদস্য সচিব জাহিদুল ইসলাম মিয়া, সাবেক যুগ্ম আহবায়ক রিয়াজুল ইসলাম মিয়া, সাবেক সদস্য শেখ ইকবাল হোসেন।
সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব লায়ন জিয়া।
সভনেত্রী রেনজিনা আহমেদ প্রিয়ংকা বলেন, দল যদি আমাকে যোগ্য মনে করে তবে আমি আমার এলাকার মহিলাদের জন্য আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করব, বিশ্বের সাথে তাল মিলিয়ে মেয়েদেরকে শিক্ষার পাশাপাশি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ব্যবস্থা করব যাতে মেয়েরা ঘরে বসেই আয় করতে পারে।
সাবেক নেতারা তাদের বক্তব্যে বিএনপির আদর্শ ও মূল্যবোধের প্রতি গুরুত্বারোপ করেন এবং জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে অধিক কার্যক্রম পরিচালনার ঘোষণা দেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।