বাগেরহাটের মোল্লাহাটে দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন। স্বাগত বক্তব্যদেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান সজল।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া বেগম, ফায়ার ব্রিগেড স্টেশন কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, ইউ.পি চেয়ারম্যান শিকদার উজির আলী, শেখ রেজাউল কবির, শেখ রফিকুল ইসলাম, মোঃ মনিরুজ্জামান মিয়া, মোল্লা মিজানুর রহমান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ আলী মোহন, উপ-সহকারী প্রকৌশলী মোঃ বোরহান উদ্দিন সহ বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, গনমাধ্যমকর্মী প্রমুখ।