বাগেরহাটের মোল্লাহাটে আজ সোমবার (১০ জানুয়ারি)সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে, সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের আয়োজনে, দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষন ও উন্নয়ন প্রকল্প এর আওতায় এক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার(ভূমি) অনিন্দ্য মন্ডল, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা ও রুবিয়া বেগম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সহকারি প্রকল্প পরিচালক মোঃ মনিরুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ বিনয় কৃষ্ণ মন্ডল, কৃষি কর্মকর্তা অনিমেশ বালা, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আব্দুল আওয়াল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ সালমান জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোসাঃ কামরুন্নেছা, উপজেলা শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম মিজানুর রহমান, পিআইও মোঃ মফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনীয়া আক্তার, সহকারি মৎস্য কর্মকর্তা মোঃ মাসুম খান, ইউপি চেয়ারম্যান শিকদার উজির আলী, এসকে হায়দার মামুন, মনোরঞ্জন পাল, শেখ রেজাউল কবির, শেখ রফিকুল ইসলাম, মনিরুজ্জামান মিয়া, মোল্লাহাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহনসহ বিভিন্ন জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ প্রমুখ। সভায় দেশীয় মাছ ও শামুক সংরকক্ষনে ব্যাপক আলোচনা করা হয়।