বাগেরহাটের মোল্লাহাটে নানা আয়োজনে দৈনিক আমার সংবাদ পত্রিকার ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ রবিবার(১৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায়, মোল্লাহাট প্রেসক্লাবে আয়োজিত উক্তানুষ্ঠানে আলোচনা সভা শেষে দৈনিক আমার সংবাদ খচিত কেক কাটা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসাবে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, থানা অফিসার ইনচার্জ সোমেন দাশ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাস, অধ্যক্ষ এল জাকির হোসেন, সহকারি সেটেলম্যান্ট কর্মকর্তা এস এম আইয়ুব আলী, মোল্লাহাট প্রেসক্লাবের সভাপতি তাজউদ্দিন আহম্মেদ পিকিং, সাধারণ সম্পাদক ও দৈনিক আমার সংবাদের মোল্লাহাট প্রতিনিধি মোহাম্মদ আলী মোহন, মোল্লাহাট প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম দুলাল, এম এম আরাফাতুল ইসলাম ও মোঃ আমির আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ জেহাদ শিকদার, দপ্তর সম্পাদক আবুল কাসেম কালিম, কোষাধ্যক্ষ মৃনাল বিশ্বাস, ক্রীড়া সম্পাদক মুসা কালিম উল্লাহ, সাংস্কৃতিক সম্পাদক মোঃ জাকির হোসেন, নির্বাহী সদস্য আহসান হাবীব শামীম, মোঃ এবাদুল শিকদার, মোঃ সোহেল রানা মুরাদ, আব্দুল মান্নান, মীর মাসুদ প্রমুখ।