বাগেরহাটের মোল্লাহাটে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আজ শনিবার (৬নভেম্বর) উপজেলা সমবায় অফিস বিভিন্ন কর্মসূচী পালন করেছে।
কর্মসূচীর মধ্যে ছিলো উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন, উপজেলা সদরের প্রধান সড়কে বর্নাঢ্য র্যালি, সমবায়ী সমাবেশ ও উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। সভাপতি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন সহকারি কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা ও রুবিয়া বেগম। স্বাগত বক্তব্য দেন সমবায় কর্মকর্তা আশুতোষ কুমার মল্লিক।
অন্যান্যদের মাঝে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন নির্বাচন কর্মকর্তা প্রবীর কুমার মল্লিক, ইউ.পি চেয়ারম্যান মনোরঞ্জন পাল, মোঃ মিজানুর রহমান মোল্লা, এলজিইডি অফিসের মোঃ নাজমুল হোসেন, সফল সমবায়ী আব্দুল হামিদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।