বাগেরহাটের মোল্লাহাটে সোমবার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে, উপজেলা পরিষদ মিলনায়তনে পরিবার কল্যান সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
আগামী ১৮-২৩ ডিসেম্বর উক্ত সেবা সপ্তাহ সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে এ্যাডভোকেসি সভায় ব্যাপক আলোচনা করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, রুবিয়া বেগম ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস। স্বাগত বক্তব্যদেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার বিশ্বাস।
অন্যান্যদের মাঝে বক্তব্য দেন কৃষি অফিসার অনিমেষ বালা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম মিজানুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আক্তার, মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহনসহ বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী মোঃ মাহামুদুল হাসান ।।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।