বাগেরহাটের মোল্লাহাটে বৃহস্পতিবার(২৬আগস্ট) সকালে, মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এঁর ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বৈশ্যিক মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে, উপজেলা পল্লি সঞ্চয় ব্যাংকের উদ্যোগে একটি অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়েছে। মোল্লাহাট উপজেলা উপজেলা পরিষদের সহযোগিতায়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে, পল্লি সঞ্চয় ব্যাংকের পক্ষে উক্ত সিলিন্ডারটি, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আব্দুল আওয়াল এর কাছে হস্তান্তর করেন। এসময় আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, উদয়পুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ এল জাকির হোসেন, পল্লি সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক অভিজিৎ রানাসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ, গন্যমান্য ব্যাক্তিবর্গ ও উক্ত ব্যাংকের কর্মচারীবৃন্দ। ব্যবস্থাপক জানান, পল্লি সঞ্চয় ব্যাংক সমগ্র দেশব্যাপি ৪৯০টি উপজেলায় ৫শত অক্সিজেন সিলিন্ডার বিতরণের উদ্যোগ নিয়েছে, তারই ধারাবাহিকতায় মোল্লাহাট উপজেলায় বিতরণ করা হলো।
জেনিফার_____২৭ আগস্ট ২১