বাগেরহাটের মোল্লাহাটে বৃহস্পতিবার(১৬ সেপ্টেম্বর) ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে কনসার্ন ওয়াল্ডওয়াইড এর নেতৃতে, ওয়াটার এইড বাংলাদেশ এর টেকনিক্যাল সহযোগিতায় জেজেএস ও রূপান্তরের বাস্তবায়িত, রূপান্তরের আয়োজনে পুষ্টি উন্নয়নে অংশগ্রহণমূলক সমন্বিত প্রকল্প (ক্রেইন) এর আওতায় মোল্লাহাট উপজেলাধীন ৭টি মাধ্যমিক বিদ্যালয়ের ১৪জন পিয়ার এডুকেটরদের ২দিন ব্যাপি ওয়াশ ও পুষ্টি বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন হয়েছে।
উপজেলা রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষনে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন প্রকল্পের মনিটরিং এন্ড ইভুলেশন অফিসার ত্রিদ্বীব বিশ্বাস। সার্বিক দায়িত্ব পালন করেন উপজেলা ওয়াশ এন্ড সিএসও মোবিলাইজার মোঃ আব্দুল করিম। প্রশিক্ষণে জেন্ডার, কৈশোর কালিন স্থাস্থ্য পরিচর্যা, ওয়াশ, পুষ্টিকর খাবার, হাতধোয়ার নিয়মাবলীসহ আলোচনা করা হয়।
প্রশিক্ষনার্থী পিয়ার এডুকেটররা প্রশিক্ষণের শিক্ষনীয় বিষয়গুলি নিজেদের মেনে চলা এবং অন্যদেরকে সচেতন করার প্রতিশ্রুতি দেয়। প্রশিক্ষন শেষে তাদেরকে সার্টিফিকেট ও আইডি কার্ড প্রদান করেন প্রকল্পের মনিটরিং এন্ড ইভুলেশন অফিসার ত্রিদ্বীব বিশ্বাস।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।