বাগেরহাটের মোল্লাহাটে বৃহস্পতিবার ৯সেপ্টেম্বর সকালে, উপজেলা পরিষদ মিলনায়তনে, ব্যাপ্টিষ্ট এইড বিবিসিএফ, এমসিওয়াইসিডিপি, মোল্লাহাটের আয়োজনে এবং ট্রান্সফর্ম এইড ইন্টারন্যাশনাল ও অষ্ট্রেলিয়া এইড এর অর্থায়নে বিনামূল্যে সেলাই মেশিন বিতরন করা হয়েছে।
হতদরীদ্র ও স্বাবলম্বি দলের বাছাইকৃত ৪০জন মহিলাকে ৩মাস সেলাই প্রশিক্ষন প্রদান শেষে এ সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন। সার্বিক পরিচালনা করেন প্রকল্প ব্যবস্থাপক এমসিওয়াইসিডিপি রিচার্ড স্বপন দাস, অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন অধ্যক্ষ এল জাকির হোসেন, মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, জাইকার উপজেলা প্রগ্রামার নুরুন্নাহার বেগম, সুপার ভাইজার জন প্রতিক সাহা, মনিটারিং অফিসার প্রকাশ দাস প্রমুখ।ৎ
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24.