বাগেরহাটের মোল্লাহাটে বৃহস্পতিবার(২৬ মে)সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে, ব্যাপ্টিস্ট এইড বিবিসিএফ এর মোল্লাহাট শিশু, যুব ও সমাজ উন্নয়ন প্রকল্পের আয়োজনে উপজেলাধীন সকল সরকারি দপ্তর এবং বেসরকারি সেবামূলক প্রতিষ্ঠান সমূহের সুযোগ-সুবিধা সমূহ অবগত করা ও সমন্বয় সাধনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহাীনুল আলম ছানা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ও বক্তব্যদেন ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা ও রুবিয়া বেগম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোসাঃ কামরুন্নেসা, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামামান মিয়া ও শেখ রফিকুল ইসলাম, মোল্লাহাট প্রেসক্লাবের সধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, প্রকল্প ব্যবস্থাপক রিচার্ড স্বপন দাস, মনিটরিং অফিসার প্রকাশ দাশ, ট্রেনিং অফিসার মাইকেল বিশ্বাস সহ বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা বৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক গন ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। সঞ্চালনা করেন লাইভলীহুড এন্ড রেজিলিয়েন্ট কমিউনিটি সুপারভাইজার জন প্রতিক।