বাগেরহাটের মোল্লাহাটে গতকাল বৃহস্পতিবার(১৬ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান বিজয় দিবস, বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষ্যে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
কর্মসুচির মধ্যে ছিলো সূর্যোদয়ের সাথে বিজয়ের ৫০ বছর উপলক্ষ্যে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা, সরকারি, বে-সরকারি, আধা-সরকারি,স্বায়ত্তশাসিত ও ব্যক্তি মালিকানাধীন সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, শহিদস্তম্ভে পুস্পস্তবক অর্পণ, কে আর কলেজ মাঠে জাতীয় সংগীতের সাথে সাথে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও ডিসপ্লে, বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা, আলোচনা সভা, ক্রীড়া, চিত্রাংকণ, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও প্রার্থনা, স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত মানের খাবার পরিবেশন, মুজিব শতবর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সকল শ্রেণিপেশার মানুষকে শপথ পাঠ।
আলোকসজ্জা, সন্ধ্যায় সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে ৫০টি ফানুস উড্ডয়ন, আতশবাজি উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান“ বিজয় কনসার্ট। সকল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন।
সদস্য সচিব হিসাবে দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা ও রুবিয়া বেগম, অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পঃপঃ কমকর্তা ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস, প্রাণি সম্পদ কর্মকর্তা বিনয় কৃষ্ণ মন্ডল, কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, উপজেলা প্রকোশলী মোঃ শওকত হোসেন, অফিসার ইনচার্জ সোমেন দাশ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি কালিপদ বিশ্বাস, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মোস্তাফিজুর রহমান বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোসাঃ কামরন্নেসা, উপজেলা শিক্ষা কর্মকর্তা কামাল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম মিজানুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা মোঃ ওসমান হামিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আক্তার, ইউপি চেয়ারম্যান এসকে, হায়দার মামুন, মনোরঞ্জন পাল, শিকদার উজির আলী, মোঃ মিজানুর রহমান, শেখ রেজাউল কবির, শেখ রফিকুল ইসলাম ও মোঃ মনিরুজ্জামান মিয়াসহ বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন ও কবরী বিশ্বাস অপু।