বাগেরহাটের মোল্লাহাটে সোমবার (২০সেপ্টেম্বর) শান্তিপূর্ণ পরিবেশে ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। সকাল ৮টা থেকে একটানা বিকাল ৪টা পর্যন্ত ৬টি ইউনিয়নের ৫৪টি ওয়ার্ডের, ৫৪টি ভোট কেন্দ্রে কোন ধরণের বিশৃঙ্খলা লক্ষ্য করা যায়নি।
কেন্দ্রগুলিতে মোট ভোট সংখ্যা ছিলো ৮৬৫৫২, এরমধ্যে পুরুষ ভোট ৪৪৬৪৭ এবং নারী ভোটের সংখ্যা ছিল ৪১৯০৫। কেন্দ্রগুলিতে খুবই উৎসব মুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট সম্পন্ন করতে, উপজেলা প্রশাসন এবং নির্বাচন কমিশন পূর্বথেকেই নানা উদ্যোগ গ্রহন করেছে, এছাড়া পুলিশ, র্যাব, বিজিবিসহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা ছিল দৃষ্টান্তমূলক। কয়েকটি কেন্দ্রে অধিক ঝুকি থাকলেও নির্বাচনের সময় কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এরিপোর্ট লেখা পর্যন্ত ভোট গননা চলছিলো। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায়, উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন সংশিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।
জেনিফার_______২১ সেপ্টেম্বর ২১