বাগেরহাটের মোল্লাহাটে আজ মঙ্গলবার (১৬ নভেম্বর) উদয়ন বাংলাদেশ ও ইনসিডিন বাংলাদেশ এর আয়োজনে, উপজেলা অফিসার্স ক্লাবে কোভিড-১৯ মহামারীর প্রেক্ষিতে শিশু পাচার ও শিশুর প্রতি যৌন শোষণ প্রতিরোধ ও সুরক্ষায় সিটিসি, সি ডব্লিউ বি ও এলইবি সদস্যদের সাথে উপজেলা পর্যায়ে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
পরামর্শ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওয়াহিদ হোসেন। সভাপতিত্ব করেন ইনসিডিন বাংলাদেশ এর পরামর্শক এ্যাডভোকেট রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আক্তার ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাস।
ইনসিডিন বাংলাদেশ এর মোল্লাহাট উপজেলা সমন্বয়কারী সৈয়দ মারুফ ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত পরামর্শ সভায় অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য রাফেজা আক্তার মিতা, হাসিনুর রহমান, মর্জিনা খানম, ইউপি সদস্য বাদল শেখ, শহিদ শেখ, জুয়েল শেখ, ফিল্ড সুপার ভাইজার রেখা খানম প্রমুখ।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।