বাগেরহাটের মোল্লাহাট উপজেলাধীন মোল্লারকুল গ্রামে গত রবিবার সুপারি চোরকে মারধরের ঘটনায় হিন্দু সম্প্রদায়ের উপর অতর্কিত হামলায় আহতদের মোল্লাহাট স্বাস্থ্য কমপ্লেক্সে দেখতে গেলেন উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী। সোমবার বিকালে তিনি আহতদের চিকিৎসা সহ নানা বিষয়ে খোঁজখবর নেন এবং উপজেলা নির্বাহী অফিসারের নিজস্ব তহবিল থেকে কিছু অনুদান প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোঃ ইবাদাত হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আশাদুজ্জামান শুভ, স্বাস্থ্য কর্মকর্তা ডা: বিভূতি মল্লিক, উপজেলা সমাজসেবা অফিসার মো: ওসমান হামিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
আই/অননিউজ২৪।।