বাগেরহাটের মোল্লাহাটে আজ মঙ্গলবার(১৫সেপ্টেম্বর) খলিলুর রহমান কলেজ মাঠে, উত্তরণ ক্রীড়া চক্রের আয়োজনে, ৪দলীয় ফুটবল টুর্ণামেন্টে মন্টু স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনাল খেলায় টাইব্রেকারে তারা চরকুলিয়া ফুটবল একাদশকে ৫-৪ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন পুরস্কার অর্জন করে।
এরপূর্বে মন্টু স্মৃতি সংসদ গাংনী ফুটবল দলকে ১-০ গোলে পরাজিত করে এবং চরকুলিয়া ফুটবল দল বাগুডাঙ্গা ফুটবল দলকে টাইব্রেকারে ৫-৪ গোলে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয়। ফাইনাল খেলায় পুরস্কার বিতরন করেন উত্তরন ক্রীড়া চক্রের সভাপতি শেখ মিজানুর রহমান ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন। এসময় আরও উপস্থিত ছিলেন সেখ সৌরভ, নতুন, সুজন, বাপ্পি, এমএ, জয় প্রমুখ। খেলা পরিচালনা করেন তুষার খান।
টুর্ণামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হয় মন্টু স্মৃতি সংসদের নওফেল।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24