বাগেরহাটের মোল্লাহাটে গত ২০সেপ্টেম্বর(২০২১) অনুষ্ঠিত ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিভিন্ন পদপ্রার্থী হিসাবে নির্বাচনে প্রতিদন্ধিতা করে যারা সরকারি ভাবে বিজয়ী হয়েছেন, তাদের তালিকা পাওয়া গেছে।
তালিকা অনুযায়ী বিজয়ীরা হলেন, ১নং উদয়পুর ইউনিয়ন পরিষদ, চেয়ারম্যান, এসকে হায়দার মামুন, নৌকা (বিনা প্রতিদদ্ধিতা), সংরক্ষিত মহিলা ওয়ার্ড সদস্য, ১। শাহানারা , ২। হাসিয়ানুর , ৩। রাফেজা আখতার। সাধারণ ওয়ার্ড সদস্য, ১। মোঃ চানমিয়া , ২। মোঃ কামরুজ্জামান মোল্লা, ৩। কে এম রুবেল হাসান, ৪। মোঃ শহিদুল ইসলাম, ৫। এস এম বাদল, ৬। আইয়ুব আলী মীর, ৭। ফোরকান শিকদার, ৮। মোঃ বাবুল সরদার, ৯। শহিদুল মোল্লা। ২নং চুনখোলা ইউনিয়ন পরিষদ, চেয়ারম্যান, মনোরঞ্জন পাল, নৌকা (বিনা প্রতিদন্ধিতা), সংরক্ষিত মহিলা ওয়ার্ড সদস্য, ১। আনোয়ারা বেগম, ২। মর্জিনা বেগম, ৩। ছুরাইয়া বেগম।
সাধারণ ওয়ার্ড সদস্য, ১। কওছার চৌধুরী, ২। মোঃ মামুন শেখ, ৩। আরিফুল সিকদার, ৪। জানিক চৌধুরী, ৫। মোঃ মাহাবুর মোল্লা, ৬। বিরাজ বিশ্বাস, ৭। সৈয়দ শাহ আলী, ৮। সাদ্দাম হোসেন, ৯। ফকির তরিকুল ইসলাম। ৪নং কুলিয়া ইউনয়ন পরিষদ, চেয়ারম্যান, মিজানুর রহমান মোল্লা, নৌকা (বিনা প্রতিদন্ধিতা) সংরক্ষিত মহিলা ওয়ার্ড সদস্য, ১। হোসনেয়ারা বেগম, ২। চুমকি খানম, ৩। মাফরোজা খানম। সাধারন ওয়ার্ড সদস্য, ১। কামাল শেখ, ২। বালাম সেখ, ৩। মোঃ ইমরান মোল্লা, ৪। রওশান মোল্লা, ৫। শেখ আলমগীর হোসেন, ৬। মোঃ নেয়ামত আলী শেখ, ৭। মোঃ নাজমুল সরদার, ৮। সেকেল উদ্দিন মোল্লা, ৯। জাকির শেখ । ৫নং গাওলা ইউনিয়ন পরিষদ, চেয়ারম্যান, শেখ রেজাউল কবির। সংরক্ষিত মহিলা ওয়ার্ড, ১। মনিরা বেগম, ২। মোসাঃ পান্না বেগম, ৩। নিলিমা হালদার।
সাধারণ ওয়ার্ড, ১। নজরুল বিশ্বাস, ২। মোঃ সেলিম মোল্লা, ৩। মোঃ নাইম সরদার, ৪। হাদি ফরাজী, ৫। আজাদ শেখ, ৬। ভজন সমাদ্দার, ৭। নীলপদ বিশ্বাস, ৮। ভবেন মন্ডল, ৯। ঈশ্বর রায়। ৬নং কোদালিয়া ইউনিয়ন পরিষদ, চেয়ারম্যান, শেখ রফিকুল ইসলাম, নৌকা (বিনা প্রতিদন্ধিতা), সংরক্ষিত মহিলা ওয়ার্ড সদস্য, ১। আসমা আক্তার, ২। সুফিয়া বেগম, ৩। মোসাঃ বিলকিচ বেগম। সাধারণ ওয়ার্ড সদস্য, ১। মোঃ আকাশ, ২। সবুর সেখ, ৩। তরুন কান্তি বিশ্বাস, ৪। মোঃ রুবেল শেখ, ৫। সাইফুল, ৬। মোঃ সিরাজুল ইসলাম মোল্লা, ৭। মোঃ কেরামত আলী শরীফ, ৮। মোঃ ওসমান শেখ, ৯। মারুফ। ৭নং আটজুড়ি ইউনিয়ন পরিষদ, চেয়ারম্যান, মোঃ মরিুজ্জামান মিয়া, নৌকা (বিনা প্রতিদন্ধিতা)। সংরক্ষিত মহিলা ওয়ার্ড সদস্য, ১। সন্ধ্যা বালা, ২। এলাচি বেগম, ৩। রাজিয়া।
সাধারণ ওয়ার্ড সদস্য, ১। মনীন্দ্র নাথ মন্ডল, ২। মোঃ আবেদ আলী মোল্লা, ৩। মোঃ আয়ুব আলী মোল্লা, ৪। মোঃ পারভেজ মিয়া, ৫। মোঃ রেজাউল করিম, ৬। মোঃ জাহাঙ্গীর মোল্লা, ৭। অলিয়ার শেখ, ৮। বিধান মন্ডল এবং ৯। লিটন মোল্লা। উল্লেখ্য ৩নং গাংনী ইউনিয়নের মেয়াদ শেষ না হওয়ায় উক্ত ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।