বাগেরহাটের মোল্লাহাট সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে ১০দিন ব্যাপি দক্ষতা, মান উন্নয়ন, দৃষ্টি ভঙ্গির পরিবর্তন, শৃঙ্খলা বোধ, ইতিবাচক মানসিকতা তৈরীসহ বিভিন্ন বিষয় ভিত্তিক ইন হাউজ প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮সেপ্টেম্বর) দুপুরে উক্ত বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ওয়াহিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা ও মোল্লাহাট প্রেসক্লাবের সভাপতি তাজউদ্দিন আহম্মেদ পিকিং।
সার্বিক পরিচালনা করেন প্রধান শিক্ষক এসএম ফরিদ আহম্মেদ। অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন শিক্ষক মন্ডলী ও সাংবাদিক বৃন্দ।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24.