বাগেরহাটের মোল্লাহাটে আজ বৃহস্পতিবার(৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে নানা কর্মসূচির মধ্যদিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলো জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও ফেস্টুন উড্ডয়ন, দুর্নীতি বিরোধী মানব বন্ধন ও আলোচনা সভা।
উপজেলা পরিষদ মিলনায়তন ও সড়কে অনুষ্ঠিত এসকল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা ও রুবিয়া বেগম। স্বাগত বক্তব্য দেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাওঃ মোঃ আসগর আলী, অন্যান্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি কালিপদ বিশ্বাস,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস, কৃষি অফিসার অনিমেষ বালা, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মোস্তাফিজুর রহমান বিশ্বাস, ইউপি চেয়ারম্যান এসকে, হায়দার মামুন, মনোরঞ্জন পাল, মোঃ মিজানুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহীল কাফি, সহ-সভাপতি প্রমথ রঞ্জন কির্ত্তনীয়, ছাত্রলীগ সভাপতি রেজওয়ান চৌধুরীসহ বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান উপস্থাপনা করেন মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোহাম্মাদ আলী মোহন।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।