বাগেরহাটের মোল্লাহাটে গতকাল বৃহস্পতিবার (২৮ অক্টোবর) উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে, উপজেলা পরিষদ মিলনায়তনে“জাতীয় সম্পদ রক্ষার্থে, ইদুর মারি একসাথে’ প্রতিপাদ্যের আলোকে মাস ব্যাপী (১১ অক্টোবর হতে ১০ নভেম্বর) পর্যন্ত জাতীয় ইদুর নিধন অভিযান উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষ্যে সকাল ১১টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন শাহীনুল আলম ছানা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা ও রুবিয়া বেগম। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা। উপস্থাপনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কপিল বিশ্বাস। আরও বক্তব্য দেন প্রাণী সম্পদ কর্মকর্তা বিনয কৃষ্ণ মন্ডল, মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম প্রমুখ। আলোচনা সভা শেষে কৃষকদের মাঝে পরিত্যক্ত জমিতে বৃক্ষ রোপন করার জন্যে নানা জাতের ফলের চারা বিতরণ করা হয়।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।