বাগেরহাটে তালের চারা রোপন কৌশল বিষয়ক প্রশিক্ষন কর্মশালা
বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের মোল্লাহাটে আজ মঙ্গলবার(২নভেম্বর) সকালে, উপজেলা পরিষদ মিলনায়তনে “শেখ হাসিনার নির্দেশ, জলবায়ু সহিষ্ণু বাংলাদেশ” প্রতিপাদ্যের আলোকে, বাংলাদেশ বন গবেষনা ইন্সটিটিউট খুলনার অধিনে, ম্যানগ্রোভ সিলভি কালচার এর আয়োজনে, তালের চারা উত্তোলন, রোপন কৌশল ও পরিবেশ উন্নয়ন বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন। প্রধান আলোচক ছিলেন বিভাগীয় ম্যানগ্রোভ সিলভি কালচার কর্মকর্তা ড. আ স ম হেলাল সিদ্দিকি। বিশেষ অতিথি উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ সালমান জামান।
স্বাগত বক্তব্য দেন বন গবেষনা কর্মকর্তা মোঃ নাজমুস সায়াদাত পিটন। কর্মশালায় অংশ গ্রহন করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ, বন কর্মকর্তা ও এলাকার সাধারণ কৃষক বৃন্দ।
আয়েশা আক্তার/অননিউজ24