বাগেরহাটের ফকিরহাটে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ ইমরান (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৪ জুন) রাত সাড়ে ৮টায় উপজেলার লখপুর ইউনিয়নের ছোট খাজুরা নিকারী পাড়ায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এসময় তার কাছ থেকে একটি দেশীয় পিস্তল, ছয় রাউন্ড রাইফেলের গুলি এবং বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে আরও একটি অস্ত্র মামলা দায়ের করেছে ফকিরহাট থানা পুলিশ। এর আগে তার নামে ৪টি ডাকাতি মামলা সহ বিভিন্ন অপরাধে ৩০টি মামলা রয়েছে।
গ্রেপ্তার ইমরান ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের ছোট খাজুরা নিকারী পাড়া গ্রামের হযরত আলীর ছেলে।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান মঙ্গলবার দুপুরে প্রেস কনফারেন্স করে জানান, ইমরান একজন দুর্ধর্ষ সন্ত্রাসী ও আন্ত ডাকাত দলের সদস্য। সে একজন পেশাদার ডাকাত। ইতিপূর্বে তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ৩০টি মামলা রয়েছে। এখন আবারো অস্ত্র আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।
সূত্রঃ বিডি24লাইভ
একে/অননিউজ24