বাগেরহাট দুই আসনের বিএনপি’র এমপি প্রার্থী জাকিরের মোল্লাহাটে পথসভা।
মোহাম্মাদ আলী মোহন, বাগেরহাট

বাগেরহাটে-০২ আসন থেকে জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনয়ন প্রাপ্ত এমপি পদপ্রার্থী ব্যারিষ্টার শেখ জাকির হোসেন ঢাকা থেকে বাগেরহাট ফেরার পথে মোল্লাহাটে দলীয় নেতাকর্মীদের সাথে পথসভা ও শুভেচ্ছা বিনিময় করেছেন।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে তিনি মোল্লাহাটের প্রবেশদ্বার আবুল খায়ের ব্রীজের ওপর পৌঁছালে দলীয় নেতা কর্মীরা মুহুর্মুহু স্লোগান দিয়ে এবং ফুলেরতোড়া দিয়ে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় ব্যারিষ্টার জাকির হোসেন সংক্ষিপ্ত বক্তব্যে দলীয় নেতাকর্মীদের উপর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আসন্ন সংসদ নির্বাচনে বিএনপি’র ধানের শীষ প্রতীককে জয়যুক্ত করে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ করে দেওয়ার আহ্বান জানান।
এ সময় অন্যান্য নেতৃবৃন্দের মাঝে তার সফর সঙ্গী ছিলেন বাগেরহাট জেলা মহিলা দলনেত্রী রেনজিনা আহমেদ প্রিয়াংকা।
উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক শেখ শাহেদ আলী, সাবেক সদস্য সচিব মোঃ জাহিদ মিয়া, সাবেক যুগ্ম আহবায়ক মোঃ রিয়াজুল ইসলাম মিয়া, উদয়পুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল আলীম শিকদার, সাধারণ সম্পাদক আব্দুল জব্বার চৌধুরী (শিমুল) সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।