বাগেরহাট–১ আসনে এবি পার্টির প্রার্থী আমিনুল ইসলামের নির্বাচনী প্রচার শুরু

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাট–১ (মোল্লাহাট, ফকিরহাট ও চিতলমারী) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) মনোনীত প্রার্থী মোঃ আমিনুল ইসলাম এফসিএ নির্বাচনী প্রচার শুরু করেছেন।

নির্বাচনী বিধিনিষেধের কারণে গত ২১ জানুয়ারি পর্যন্ত প্রচার কার্যক্রম বন্ধ থাকলেও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু হয়। আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত এ প্রচার কার্যক্রম চলবে। জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

বৃহস্পতিবার বিকালে মোল্লাহাট মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে আমিনুল ইসলাম এফসিএ তাঁর প্রচার কার্যক্রমের সূচনা করেন। এ সময় এবি পার্টির বাগেরহাট জেলা সাধারণ সম্পাদক মোঃ আবু তালহা আবির, উপজেলা কমিটির আহবায়ক মোঃ রাজিব ফরাজী, সদস্য সচিব মোঃ নাছির শেখ সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রচার কার্যক্রমের অংশ হিসেবে তিনি স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও ভ্যানচালকসহ সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন। পাশাপাশি এবি পার্টির নির্বাচনী ইশতেহারের ১২ দফা কর্মসূচি তুলে ধরেন এবং ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় আমিনুল ইসলাম বলেন, জনগণের সমর্থন পেলে বাগেরহাট–১ আসনে উন্নয়ন ও ন্যায়ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার জন্য কাজ করবেন। তিনি আসন্ন নির্বাচনে এবি পার্টির দলীয় প্রতীক ‘ঈগল মার্কা’য় ভোট দেওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, এলাকায় এবি পার্টির প্রতি সাধারণ মানুষের ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে এবং এ আসনে বিজয়ের ব্যাপারে তিনি আশাবাদী।

আরো দেখুনঃ