বাঙ্গরায় দুই ভাইয়ের বিরুদ্ধে ২৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন আন্দিকুট ইউনিয়নের সোনারামপুর গ্রামে প্রতারণার শিকার হয়ে পাঁচটি পরিবার সর্বস্বান্ত হয়েছে। ওই গ্রামের মৃত রকিব উদ্দিন আহাম্মদ ভুইয়ার দুই ছেলে জাকির হোসেন ও সালাউদ্দিন ভুইয়ার বিরুদ্ধে জমি বিক্রি ও হাওলাতের নামে সাধারণ মানুষের কাছ থেকে প্রায় ২৩ লাখ টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে।

প্রতারণার শিকার ভুক্তভোগী পরিবারগুলো বর্তমানে চরম দুর্ভোগে পড়ে দিশেহারা হয়ে পড়েছে। এ ঘটনায় পুরো এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।

সরেজমিনে জানা যায়, প্রতারক দুই ভাই বিভিন্ন কৌশল অবলম্বন করে এই অর্থ আত্মসাৎ করেছেন। ভুক্তভোগী আবদুল মোমেন মোল্লার কাছ থেকে ৩০ শতক জমি বিক্রির কথা বলে ১৪ লাখ ২০ হাজার টাকা নেওয়া হয়। ডাক্তার জাহাঙ্গীর আলম ভুইয়ার ছেলে মনির হোসেন ভুইয়ার কাছ থেকেও ৮ শতক জমি বিক্রির বায়না বাবদ নেওয়া হয় ৪ লাখ টাকা।

আত্মসাৎকৃত অর্থের মধ্যে রয়েছে দীর্ঘদিনের হাওলাতও। মৃত রকিব উদ্দিন আহাম্মদ ভুইয়ার বোন খোদেজা বেগমের কাছ থেকে নেওয়া ৩ লাখ টাকা এবং মৃত বেদন মাস্টারের স্ত্রী নজিবা খাতুনের কাছ থেকে নেওয়া ২ লাখ টাকা এখনো পরিশোধ করা হয়নি। এছাড়া, আবুল খায়েরের কাছ থেকে নেওয়া ৫০ হাজার টাকা মূল্যের একটি ল্যাপটপের দামও বাকি রেখেছে প্রতারকদ্বয়।

শুধু সাধারণ জনগণই নন, অবসরপ্রাপ্ত শিক্ষক হাবিবুর রহমানও এই প্রতারণার শিকার হয়েছেন। ৪০ শতক জমি বিক্রির বায়না হিসেবে তার কাছ থেকে ১০ হাজার টাকা নিয়েও জমিটি অন্যত্র বিক্রি করে দেন প্রতারক দুই ভাই। এমনকি বায়নার সেই অর্থও তাকে ফেরত দেওয়া হয়নি।

দুই ভাইয়ের এই প্রতারণার বিষয়টি এলাকায় জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে। হায়দরাবাদ- সোনারামপুর গ্রামের মানুষ প্রতারকদ্বয়কে দ্রুত আইনের আওতায় এনে ক্ষতিগ্রস্তদের টাকা উদ্ধারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত সালাউদ্দিন ভুইয়ার সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি মোবাইল ফোন রিসিভ করেননি। তবে অপর অভিযুক্ত জাকির হোসেন ঔদ্ধত্যপূর্ণভাবে রাগ দেখিয়ে বলেন, “পত্রিকায় রিপোর্ট করে কি তারা আমার কাছ থেকে জমি ও টাকা নিতে পারবে?

আরো দেখুনঃ