কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা পুলিশ প্রাইভেটকার ভর্তি ৪০ কেজি গাঁজাসহ আটক দুই মাদক ব্যবসায়ীকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রোববার বিকেলে পূর্বধইর (পশ্চিম) ইউনিয়নের হাটাশ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লার জেলার ব্রাহ্মণপাড়া থানাধীন মাধবপুর হইতে মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা হয়ে বাঞ্চারামপুরে একটি মাদকের চালান যাচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার একদল পুলিশ সড়কে চেকপোষ্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়। এ সময় একটি সাদা রংয়ের প্রাইভেটকার যোগে মাদকদ্রব্য (গাঁজা) বহন করিয়া যাওয়ার পথে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় প্রাইভেটকার ভর্তি গাঁজাসহ দু’জনকে আটক করে। এরা হলেন, ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার বাশদি গ্রামের রফিকুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম (২৯) ও একই গ্রামের ইমান আলীর ছেলে আবুল কাশেম (৩২)।
রাতেই তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে কুমিল্লার আদালতে সোপর্দ করলে বিজ্ঞ বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
বাঙ্গরা বাজার থানার ওসি রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, মাদকের সাথে কোন আপোষ নেই। এ এলাকাকে মাদক মুক্ত করতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।