বাজারে সুস্থ, সু শৃঙ্খল পরিচালনা ও সড়কে শৃঙ্খলা ফিরানোর জন্য খাগড়াছড়ি বাজার পরিদর্শন করেছেন নবাগত পুলিশ সুপার আরেফিন জুয়েল।
বরিবার দুপুর ১২টার দিকে পরিদর্শনকালে খাগড়াছড়ি জেলা শহরের বাজার ব্যবস্থার খোঁজ খবর নেন তিনি।
এ সময়, জেলা শহরের প্রাণকেন্দ্র শাপলা চত্বর মুক্তমঞ্চ হয়ে মিনি সুপার মার্কেট,কেন্দ্রীয় মসজিদ,লক্ষ্মী নারায়ণ মন্দির সংলগ্ন ক্ষুদ্র ব্যবসায়ীদের মতামত নিয়ে ব্যবসায়ীদের পুলিশের পক্ষ থেকে আন্তরিক সহযোগিতা করার কথা জানান নবাগত পুলিশ সুপার।
তিনি বলেন, পুলিশ জনকল্যাণে কাজ করে যাবে নতুন বাংলাদেশে। পুলিশ জনগণের পাশে থেকে সর্ব্বাত্মক সহযোগিতা, সড়কে চাঁদাবাজি বন্ধ এবং কাউকে হয়রানি করা হলে বিষয়টি অভিযোগ পেলেই যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।
বাজার পরিদর্শনের সময়ে খাগড়াছড়ি অতিরিক্ত পুলিশ সুপার মো. তরিকুল আলম, সদর থানার ভারপ্রাপ্ত ওসি মো: বাতেন মৃধা, ট্রাফিক ইন্সপেক্টর সুপ্রিয় দেব, সাংবাদিক হলাপ্রু মারমাসহ বাজার পরিচালনা কমিটি, ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com