আসন্ন বাজেটে সোনা, সোনার অলংকারসহ রূপা ও রূপার অলংকারে ভ্যাট, শুল্ক কমানোর দাবী জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন। রাজধানীতে বাজুস কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব পণ্যে আরোপিত ভ্যাট হার ৫ শতাংশ থেকে ৩ শতাংশে আনার দাবী জানান। অপরিশোধিত আকরিক সোনা আমদানীতে শুল্ক ৫শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ করার দাবী জানান। স্বচ্ছতা নিশ্চিত করতে নিবন্ধনকৃত সকল জুয়েলারি প্রতিষ্ঠানে ইএফডি মেশিন বিতরণের দাবীও জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।
সংবাদ সম্মেলনে বাজুস সভাপতি সায়েম সোবহান আনভীরসহ এসোসিয়েশনের উর্ধতন কমৃকর্তারা উপস্থিত ছিলেন।
ফরহাদ/অননিউজ