কুমিল্লার দেবিদ্বারে নির্মাণাধীন বাড়ির ছাদে রড তোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন। সোমবার দুপুর পোনে ৩টায় দেবিদ্বার পৌর এলাকার মোহনা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত রাজমিস্ত্রির নাম মনির হোসেন(২৩)। সে মুরাদনগর উপজেলার টনকী ইউনিয়নের সোনারামপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। এ ঘটনায় শাকিল ও সাগর নামে আরো দুই নির্মাণ শ্রমিক আহত হয়েছেন।
রাজমিস্ত্রি মনিরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রেবেকা সুলতানা।
মোহনা আবাসিক এলাকার স্থানীয় বাসিন্দা কালাম ও জুবায়ের জানায়, দুপুরে খাওয়া দাওয়ার পর নিহত মনির ও তার দুই সহযোগীরা একটি নির্মাণাধীন পাঁচতলা বিল্ডিংয়ের ছাদের রড তোলার কাজ করছিলেন। এসময় বিল্ডিংয়ের সাথে থাকা পল্লী বিদ্যুতের একটি বৈদ্যুতিক লাইনের সাথে লোহার রড সংযোগ হয়ে এই ঘটনা ঘটেছে।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ নয়ন মিয়া জানায়, বিদ্যুৎপৃষ্ঠ হয়ে একজনের মৃত্যুর খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। নিহতের পরিবার থেকে এখনো কোনো অভিযোগ পাইনি।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com