বান্দরবানের রুমার কেওক্রাডং সড়ক থেকে অপহৃত অপসরপ্রাপ্ত সেনা সদস্যকে মুক্তি দিয়েছে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রুমার বগালেক কেউক্রাডং এলাকা থেকে মো: আনোয়ারসহ ৩ জনকে অস্ত্রের মুখে অপহরণ করে পাহাড়ী সশস্ত্র গ্রুপ কএনএফ। পরে দুইজনকে ছেড়ে দেওয়া হলেও অবসরপ্রাপ্ত সদস্য আনোয়ারকে আটকে রাখে তারা।
গত ১৫ মার্চ অপহরণের ১৭ দিন পর শুক্রবার সকালে রুমার বগালেক এলাকায় তাকে ছেড়ে দেয় অপহরকারীরা। এরপর তিনি স্থানীয় এক আর্মি ক্যাম্পে যোগাযোগ করলে সেনাবাহিনীর সহযোগিতায় তাকে বান্দরবান সদরে পাঠানো হয়।
এর আগে ৩০ মার্চ বিজিপির পক্ষ থেকে কেএনএফকে একটি শান্তির প্রস্তাব দেওয়া হয়। শান্তি প্রস্তাবের পরের দিনই অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. আনোয়ারকে ছেড়ে দেওয়া হয়।
ফরহাদ/অননিউজ