বান্দরবানের রুমা উপজেলায় চান্দের গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ১২ জন। উপজেলার বাগা লেক সড়কে আজ সোমবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রুমা থানার ওসি আলমগীর হোসেন এ খবর জানিয়েছেন।
এদিকে, এখন পর্যন্ত নিহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি। আহত ১২ জনকে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
জানা গেছে, চান্দের গাড়িটি রুমা বাজার থেকে আজ দুপুরে বগা লেকে পৌঁছালে বিপরীত দিক থেকে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় চারজন নিহত ও ১২ জন আহত হন।
ফরহাদ/অননিউজ