বান্দরবানে শিক্ষা কর্মকর্তার প্রতিবেদন

বান্দরবান সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের অপসারনের দাবিতে গত ০৫/০৩/২৫খ্রি. তারিখ দৈনিক খবর সবরকম পত্রিকায় প্রকাশিত সংবাদ সম্মেলনের বিষয়টি আমার দৃষ্টিগোচর হওয়ায় উক্ত সংবাদের বিপরীতে আমার বক্তব্য নিম্নরুপ:
আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ভূঁঞা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সদর, বান্দরবান হিসাবে গত ২/০৯/২০১৯ খ্রি. যোগদান করি। যোগদান পরবর্তী স্ব পরিবারে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত লালমোহন বাহাদুর নিবাস, কলেজ রোড, বান্দরবানে বসবাস করে আসছি। আমার সন্তানের ঢাকা একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার কারণে তার পড়ালেখার সুবিধার্তে ঢাকা বাসা স্থানান্তরের প্রয়োজন হয় । গত ২৬ ও ২৭ ফেব্রুয়ারী ২০২৫ খ্রি. জেলা শিক্ষা অফিসার মহোদয়ের অনুমতিক্রমে জেলা শিক্ষা অফিমের রেস্ট হাউজে অবস্থান করে বাসা গুছানোর কাজ শেষে যথারীতি ঢাকার বাসায় পরিবারকে পৌঁছে দেই( বাসার মালামাল স্থানান্তর সংক্রান্ত পত্র সংযুক্ত)। বাসা স্থানান্তরের ফলে পরিবারের সাথে যোগাযোগ সমন্বয়ের জন্য বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান মহোদয় কর্তৃক আমার বদলী সংক্রান্ত অনাপত্তি সনদ পেয়েছি শুনে বান্দরবানের শিক্ষক সমাজ মানসিক ভাবে ভেঙ্গে পড়ে ( অনাপত্তি সনদ সংযুক্ত)। বিগত সাড়ে পাঁচ বছর বান্দরবানের শিক্ষকদের সাথে কাজ করে তাদের সার্বক্ষনিক উপকারে আসা ব্যক্তিটি বদলী নিয়ে চলে যাবে মনে হওয়ায় শিক্ষক সমিতি কিংকর্তব্যবিমুড় হয়ে পড়ে। বান্দরবানের শিক্ষকদের সাথে দীর্ঘদিন কাজ করার পর এ মুহূর্তে তাদেরকে হয়রানি করাসহ অযৌক্তিক অভিযোগসমূহ অপ্রাসঙ্গিক বলে আমি মনে করি। আমার সাথে এবং উদ্ধর্তন কর্তৃপক্ষের সাথে কোনরুপ যোগাযোগ না করে তড়িগড়ি করে এধরনের সংবাদ সম্মেলন সুস্থ শিক্ষা ধারার পরিপন্থী এবং উদ্দেশ্য প্রনোদিত। আমি উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি