বাবার জিম্মায় মুক্তি পেলেন সেই আ.লীগ নেতা লিমন

রাজশাহী সিটি করপোরেশনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও মো. আবুল হোসেনের বাসায় আটক আওয়ামী লীগ নেতার মুচলেকা নিয়ে বাবার জিম্মায় মুক্তি দিয়েছে পুলিশ। সোমবার (১৯ জুন) পুলিশ কমিশনার আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুর ১২টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়। রোববার (১৮ জুন) রাত ৯টায় নগরীর সাগরপাড়া এলাকায় ঘটনা ঘটে।

মুক্তি দেওয়া ব্যক্তি মহানগর আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক মীর ইশতিয়াক লিমন। লিমনের মামা আবদুল হামিদ সরকার টেকন নগরীর ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আগামী ২১ জুনের নির্বাচনে তিনি প্রার্থী হয়েছেন। লিমনের বাবা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, লিমনের আরেক মামা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

স্থানীয়রা জানান, রোবার রাতে আবুল হোসেনের ভাড়া বাসায় প্রবেশ করেন লিমন। এ সময় ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে বাসায় অবরুদ্ধ করেন। পরে রাত ১২টায় পুলিশ তাকে উদ্ধার করে। উদ্ধারের আগ পর্যন্ত বাসাটি ঘিরে রেখেছিল ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এদিকে রাত ১০টার দিকে ওই বাসায় লিমন ঢুকলে এলাকাবাসী অভিযোগ করেন, রিটার্নিং কর্মকর্তাকে ঘুষের টাকা দিতে গিয়েছে লিমন। এসময় বিক্ষোভ করতে থাকেন এলাকাবাসী।

পুলিশ কমিশনার আনিসুর রহমান জানান, মীর ইসতিয়াক আহমেদ লিমনের কাছে ঘুষের টাকা পাওয়া যায়নি। এখন পযন্ত কোনো অভিযোগ কেউ করেনি। এ কারণে তার বাবা জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালের জিম্মায় তাকে মুক্তি দেওয়া হয়েছে।

এফআর/অননিউজ

আরো দেখুনঃ