বর্তমানে বিচ্ছেদের সুর বাজছে অভিষেক-ঐশ্বরিয়ার সংসারে। এমনকি মেয়েকে নিয়ে আলাদাও থাকছেন প্রাক্তন এই বিশ্বসুন্দরী। বচ্চন পরিবারের সঙ্গে ঐশ্বরিয়ার সঙ্গে অশান্তি যেন লেগেই রয়েছে। এর মাঝেই বাবা-মাকে নিয়ে আগেবঘন স্ট্যাটাস দিলেন তিনি।
চলতি বছরের এপ্রিল মাসে নিজেদের ১৬তম বিবাহবার্ষিকী পালন করেছেন অভিষেক ও ঐশ্বর্যা। কিন্তু তার পর থেকেই নাকি তাদের সংসারে লেগেছে ভাঙনের আঁচ। তবে সেই কানাঘুষো বলিপাড়ায় ছড়িয়ে পড়া সত্ত্বেও নাকি নির্বিকার ঐশ্বরিয়া। পালন করলেন নিজের মা-বাবার বিবাহবার্ষিকী।
২০১৭ সালে প্রয়াত হয়েছেন ঐশ্বরিয়ার বাবা কৃষ্ণরাজ রাই। এখন মা বৃন্দা এবং মেয়ে আরাধ্যার সঙ্গেই বেশি সময় কাটান এই নায়িকা। সম্প্রতি বাবা-মার একটি পুরনো ছবি শেয়ার করে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন ঐশ্বরিয়া।
ক্যাপশনে প্রাক্তন এই সুন্দরী লিখেছেন, তোমাদের আজীবন ভালোবাসি। তোমাদের বিবাহবার্ষিকীতে অনেক শুভেচ্ছা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ঐশ্বরিয়ার পোস্ট করা এই ছবিটি দেখেছেন অভিষেকও। স্ত্রীর সঙ্গে মনোমালিন্য থাকলেও নিজের শ্বশুর-শাশুড়ির বিবাহবার্ষিকীতে স্ত্রীর পোস্টে ‘লাইক’ করতে ভোলেননি জুনিয়র বচ্চন।
তবে কি অশান্তি ভুলে শান্তিতে সংসার করার চেষ্টাই করছেন অভিষেক-ঐশ্বরিয়া? এমন কৌতূহল যেন জট বেঁধেছে নেটিজেনদের মাঝে।
সূত্র : আরটিভি অনলাইন
এফআর/অননিউজ