কুষ্টিয়ার খোকসা উপজেলায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে উপজেলার বিলজানি ফুলতলার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন, খোকসা উপজেলার পান্টি ইউনিয়নের চৌরঙ্গী এলাকার আবু বক্করের ছেলে পারভেজ (২০) ও একই উপজেলার চর জগন্নাথপুর এলাকার ইসহাক আলীর ছেলে আবু মুছা (১৮)। দু’জনই শমসপুর কলেজের ছাত্র। জানা গেছে, পারভেজ ও আবু মুছা মোটরসাইকেল নিয়ে খোকসা থেকে পাংশার দিকে যাচ্ছিল। পথিমধ্যে বিলজানি ফুলতলা এলাকায় বাসচাপায় ঘটনাস্থলেই দুজন নিহত হন।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ জানান, বৃহস্পতিবার দুপুরে পিছন থেকে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুজন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। এ সময় বাসের চাপায় ঘটনাস্থলেই দু’জন নিহত হয়েছেন। বাসটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে।
এফআর/অননিউজ