তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাসায় ঢুকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম ও অগ্নিসংযোগ করার অভিযোগ উঠেছে জসিয়ার রহমান এর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নীলফামারী সদর উপজেলার গোড় গ্রাম ইউনিয়নের কাঞ্চন পাড়া দরিয়া পাড়া গ্রামে।
মামলা ও অভিযোগের বিবরণীতে জানা যায় ৬ই আগস্ট শনিবার সকাল নয়টার দিকে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মৃত আজিম উদ্দিন এর পুত্র আজিজার রহমান এর বাসায় প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করলে জামিয়ার রহমান বাধা প্রদান করলে মৃত তহুর আলীর পুত্র মোহাম্মদ জসিয়ার রহমান সহ মোঃ আবির, সাফির রহমান, মোহাম্মদ বাবলু, নাজিবুল হক মিন্টু, খাদেমুল ও দল বাবু সহ কয়েকজন মিলে যখম করে আজিজার রহমানকে । একপর্যায়ে মোসাম্মৎ বুলবুলি ও মোছাম্মৎ মরিয়ম এগিয়ে এসে তাকে বাঁচানোর চেষ্টা করলে তাদের শ্রীলতাহানি ঘটায় এবং তাদের শরীরের স্বর্ণালংকার ছিনিয়ে নেয় ।
এই বিষয়ে হাসপাতালের চিকিৎসা নেওয়ার পর মোহাম্মদ আজিজ আর রহমান বাদী হয়ে নীলফামারীর বিজ্ঞ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে অভিযোগ দাখিল করেন । বর্তমানে বাদীপক্ষ আসামির ভয়ে সঠিকভাবে ব্যবসা পরিচালনা করতে পারছে না বলে অভিযোগ করেছেন ।