বাহে আমার জীবনের শেষ ইচ্ছা পূরণ অইলো। সারা জীবন মানুষের বাড়িতে ঘুমিয়েছি আর মনে মনে খোদার কাছে কইছি খোদা তুমি আমারে এট্টু জায়গার ব্যবস্থা কইরা দিও। আমি যেন আমার জায়গায় মরতে পারি। খোদা আমার কথা শুনছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে আমার জমি আর ঘর পাইছি, আমি অনেক খুশি।
এভাবেই নিজের আবেগের কথা বলছিলেন ভূমি ও গৃহহীন উপকারভোগী আব্দুল মালেক।
মঙ্গলবার (১১ জুন) সকালে গাজীপুরের কালিগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ভূমিহীন ও গৃহহীন উপকারভোগীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ৫ম পর্যায়ের (২য় ধাপ) জমিসহ গৃহ প্রদান কার্যক্রম ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে ৬ জন উপকারভোগীর মধ্যে ভূমি সহ গৃহ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ইমাম রাজী টুল।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জুয়েনা আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) নূরী তাসনিম উর্মি, ইউপি চেয়ারম্যান আবু বকর মিয়া বাক্কু, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, উপকারভোগী পরিবারের সদস্য বৃন্দসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
এর আগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কার্যক্রমের উদ্বোধন করেন।
সূত্রঃ বিডি24লাইভ
একে/অননিউজ24
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com