বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু ও ফেনী-৩ আসনের সমন্বয়ক আকবর হোসেনের পক্ষ থেকে সোনাগাজীর বিভিন্ন পূজা মণ্ডপে আর্থিক অনুদান বিতরণ করেছেন বিএনপি নেতারা।
উপজেলা যুবদলের আহবায়ক খুরশিদ আলম ভূঞার সমন্বয়ে শুক্রবার রাতে বিভিন্ন পূজামণ্ডপে অনুদান বিতরণকালে উপস্থিত ছিলেন ফেনী জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সামছু উদ্দিন খোকন,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন বাবর,ফেনী জেলা যুবদলের সহসভাপতি হাবিব উল্যা পারভেজ,যুগ্মসাধারণ সম্পাদক দাউদুল ইসলাম মিনার, উপজেলা যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন প্রবীর,জিয়া মঞ্চের যুগ্মসাধারণ সম্পাদক মাস্টার সিরাজ উদ্দিন,জিসাসের কেন্দ্রীয় নেতা সেলিম রেজা, পৌর যুবদলের আহবাবয়ক ইকবাল হোসেন, সদস্য সচিব মাকসুদুর রহমান রাসেল হামিদি, বিএনপি নেতা মোজাম্মেল হোসেন মাসুদ,উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক আবদুল হালিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এবিএস মারুফ,সিনিয়র যুগ্মআহবায়ক আবু সায়েদ সেলিম, উপজেলা যুবদলের যুগ্মআহবায়ক ইমাম হোসেন মেসকিন, আজাদ হোসেন খোকন, বিএনপি নেতা হাফেজ আবুল বশর, ফরিদ উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক রাসেল পাটোয়ারী, ছাত্রদলের সিনিয়র যুগ্মআহবায়ক রফিকুল ইসলাম, ছাত্রদল নেতা অর্নব, অনিক, মোজাম্মেল হোসেন আজাদ মেম্বার, এসইউ শামীম,জসিম উদ্দিন, তুষার, ছাত্র প্রতিনিধি রবিন, তারেক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমর দাস, হারাদন দাস, বিভিষণ বসাক,বাবলু দাস, বাবুল কৃষ্ণ ও সহদেব দাস প্রমূখ।